রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: ABHISHAKE SINGHA | লেখক: HEMRAJ ALI ২৯ জানুয়ারী ২০২৪ ১৫ : ৫৯
আমতলা এলাকায় পোস্টার ও হ্যান্ডবিলবিলি করছেন এক ব্যক্তি যার নাম অর্ধেন্দু মন্ডল। সেই হ্যান্ড বিলে লেখা রয়েছে ২০২১ বিধানসভা কেন্দ্র নির্বাচনে জ্যোতিষ বিদ্যার মাধ্যমে ভবিষ্যৎ বলে দিয়েছিল সে এবং সেখানে নাম্বারও লেখা রয়েছে। তারপর তার সাথে কথা বলে জানতে পারলাম যে সেই লোকসভা ভোটে ও এ বছর ভবিষ্যৎ বাণী করতে চলেছে। বিট ঘোষণা হলেই তিনি সেই অনুযায়ী এই ভবিষ্যৎ করতে পারবেন বলে তিনি আজকাল ডটইনের মুখোমুখি হয়ে জানান।